অদৃষ্টের লিখনে জমিয়েছি পাড়ি
সীমানা পেড়িয়ে আপন ছাড়ি।
ভিটে সম্বলহীন আমি। শূণ্য হাড়ি,
এক মুঠো অন্নেই কাড়াকাড়ি।


নিকষ আঁধারের অন্তিম পরিণতি
দেখেছি বার্মিজ অদ্ভুত সুনীতি
যুগান্তর রাখাইনদের মর্মান্তিক নিয়তি
বন্দুকনলে, পিষ্টতলে, পড়ে থাকা
আশরাফ-আতিয়া-সেঁজুতি।


স্বপ্ন নিয়ে, জীবন টানে
তাই জমিয়েছি পাড়ি ওপাড়ে
কষ্টাঘাত যতই আসুক না ঘাড়ে
যাবো না'কো কভু ঐপাড়ে।


জীবিকা থেকে জীবন বড় ভাই
আমার তো কোনো জাতীয় নাম-ঠিকানা নাই,
প্রাণ কি তবে ধুলো-বালি আর ছাই ??
অশিক্ষিত আমি। কেবল অন্ন-বাসস্থান চাই।


আরাকানী ছিলাম, রোহিঙ্গা হলাম
প্রাণ আমার, না হয় হোক নিলাম
তবু বাচঁতে দাও। দোহাই তোমাদের...
স্বপ্ন বেঁচেই না'হয় জীবন কিনলাম...!!