বছর পাঁচেক আগে
কোনো এক বসন্তে
সে আমাকে একটি হাতঘড়ি দিয়েছিল।
আর বলেছিল, ঘড়িটা যেন কখনও বন্ধ না করি।
হাতে রাখা সেই কালো ঘড়িটা যেন তার স্মৃতি!


বছর পাঁচেক ধরে
সেই স্মৃতিটা আগলে রেখেছি।
হাতে পড়ে বাইরে বের হয়নি
ধুলো পড়বে বলে,
ঘড়িটা পকেটেও রাখিনি
অক্সিজেনের অভাব হবে বলে।


বছর তিনেক আগে
কি যেন এক অজানা ঝড়ে,
কোনো আভাস ছাড়াই সে হারিয়ে গেল।
যাওয়ার আগে শুধু এতটুকুই বলেছিল,
হাতঘড়িটা যেন কখনই বন্ধ হতে না দিই...
এটাই তার অবারিত স্মৃতি!!


কি আজব..!!
আমি আজও সে স্মৃতি হৃদয়ে পুষি।
অবারিত অক্সিজেন ভরপুর হৃদয়ের
প্রতিটি শিরায়-উপশিরায় তা'কে রাখি।


তবে, এখন আর ঘড়িটা হাতে পড়ি না
ক্ষয়ে যাবে বলে!
ঘড়ির কাটা আজও বন্ধ হতে দেই নি,
তাকে শুধু ভালবাসি বলে...😊