আমিঃ


ক্লান্ত বিস্মৃত আমি ঘুরি
ঘুরে ঘুরে মরি
জীবনের আনন্দলোকে.
হেথা হতে হোথা যাই,
কোথাও আশ্রয় পাই না তো!


জীবনের ধারায় ধারায়,
মাধুর্যের লোভে সুখের ঠিকানায়
পেরিয়ে গেলাম চল্লিশটি সীমানা,
পেলাম না কিছুই আজ.ও/


তুমি? কোথায়? শুধুই মরিচীকা?
ওই যে ডাক শুনি! কাহার? কিসের তবে?
শুধুই বিষাদ! বিষাক্ত প্রতারণা!
ক্লান্ত বিস্মৃত এই প্রাণ


বেরিয়েছিল সংসার বন্ধন ছেড়ে
এক মহার্ঘ্যের খোঁজে,
তোলপাড় করে মরুভূমি সে চেয়েছিলো
একটি বালুকার স্বাদ।
কেউ দেয়নি তাকে।


মিশে যেতে যেতে,  ক্ষেতে  ক্ষেতে
চেয়েছিলো একটি প্রাণ!
তার আশাহীন হৃদয়ের বুক ভালোবেসে!