বালখিল্য রচনা:


ফাগুন বাতাসে প্রলয় দোলায় হৃদয় ওড়ে হাওয়ায় হাওয়ায়
কি মিশেছি কি পেয়েছি
পোড়া মনে আজ খোয়ায় খোয়ায়।


কাস্তে মতো আস্ত চাঁদ যে
ফুল বাগানের পথে,
চল লো পথে কাস্তে কাস্তে
নীল নয়নের রথে.


কবি মন তাই চায় যেন ওই
পাহাড় গুহায় মন
থেকে থেকে আজি দুলিছে জননী
রাস্তীক জনে জন.


তোমার আমার পুণ্য রজনী
গুহার ছায়ায় মিশে
মিশে গেলো যেন আত্মিক সম
নির্মম ভালোবেসে/