গাছগাছালির পাখায় পাখায় আকাশ চাঁদের মেলা


ওগো আমার ভালোবাসার ছেলেবেলার বেলা/


কোথায় কখন ঘুমিয়ে ছিলাম এই জনমের  আগে


মা যে আমায় কুড়িয়েছিল স্বপ্ন নতুন ফাঁদে/


ডাহুক ডাকা বেলা গুলোয় শান্তি প্রলেপ মাখা,


ক্ষুদ্র নতুন স্বপ্নপূরণ নিত্য নবীন কথা!


কোথায় কবে হারিয়ে যাওয়া কাব্য গানের সুর


মন যে আমার মধু করা টেপ রেকডের দূর/


বাবার হাতের মুড়কি খানি পাওয়ার লোভে লোভে


ভোঁ দৌড়ে হুমড়ি খেয়ে কামড় পড়ে জিভে/


মা বকে যায় পড়তে বস ঐ সন্ধ্যা হয়ে এলো


কারেন্ট চলে গেলো এবার কুপির বাতি  ই ভালো/


দুই দুগুনে চার আর পাঁচ দুগুনে দশ


কে কবে কয় নামতা পড়ায় আছে মধুর রস !


ছন্দ খানি মধু হলেই ভালো লাগে রে যে


ছেলেবেলার ধারাপাতে ছেলেবেলার মাঝে!