ভালবাসায় ভরা ছিল
               আমার ছোট্ট ঘর।
বুঝিনি তো তখন
               কে ছিল আপন কে পর।
আসলো খবর ঘরে
             আসবে  আমার কোলে মাতৃত্বের আলো।
শুনে খবর আপন নামে পর
             তাদের মুখ হল কালো।
হাজারো বাধা বিপওি পেরিয়ে
            আসলো আমার সোনা।
আপন নামে পর তাদের
            মনে উঠলো জেগে সন্দেহের কনা।
এবার উঠলো জেগে কে আপন কে পর,
           এই ভুবনের তর।
চক্রান্তের বেড়া জালে পাতলো নানান ফাঁদ
               করবে তারা কি উপায়ে মোরে কাঁদ।
ভাঙ্গলো তারা ভালবাসায় ভরা দুটো মন
                        জানান দিল হিংসার দহন।
যে জন ছিল আমার জীবন মরণের সাথী
সেই আজ আমাকে করলো সবচাইতে বেশি ব্যথী।
চায়না কো টাকা পয়সা
       চায়রে শুধু অভিসারের ভালবাসা।
নয়নের পরে সোনার সংসারের স্বপন
আপন নামে পর করে তারা ষড়যেন্ত্রের নতুন
                                             আলাপন।
করছে তারা নতুন ছক
            করবে আমায় কি উপায়ে পৃথক।
বিধাতা মোরে রক্ষা কর
          এই ভুবনের তল,
আপন নমে পর
           করছে নানান ছল।