এক যে ছিল ছোট্র খোকা
সে যে ছিল বড়ই দুরন্ত,
হাটি হাটি পা পা করে
ছিল না দুষ্টমীর অন্ত।
সে যে ছিল মায়ের নয়নের মণি
বাবার হ্রদয়ের স্পর্দন,
হঠাৎ বিকট আওয়াজ
গুলি এসে খোকার বুক করল এফোর ওফোর।
মা বাবা ভেবে সারা কি হল খোকার
এখানে ওখানে নিয়ে গেল তারা
হল না খোকার শরীরের উন্নতি,
নেমে আসলো যে জীবনে তার কালো ছায়া
কুয়াশার আঢ়ালে হাতছানি দেয় মৃত্যু
তাকে গ্রারাস করলো ২৫শে মার্চের কালোরাত,
মায়ের বুক ফাটে
বাবার চিন্তার নেই যে শেষ
কিভাবে তাদের খোকা পাবে মুক্তি,
হল না হল না শেষ রক্ষা
হাটি হাটি পা পা করে
খোকা দিল পাড়ি অজানা ঠিকানায়,
মা বাবাকে আঁখিজলে রেখে
খোকা দিল যে ফাকি।