সংসার মানে জীবনে রং লাগা
                   অপেক্ষমান রাত্রি জাগা।
সংসার মানে সাজানো স্বপন
                    কান্না-হাসির ভুবন।
সংসার মানে অনাগত শিশু
                    নারীর সাজানোর ঘর।
সংসার মানে ব্যর্থ বাসনা
                  বেদনা বিষাদের ঝড়।
সংসার মানে তোমার কাছে আমার দাবি
                                      ভালবাসার বাঁধনের চাবি।
সংসার মানে এক জোড়া চোখের ভাষা
                        তোমার সাথে হারানোর নেশা।
সংসার মানে পরম শান্তি
                   অজানা কত ভুল-ভ্রান্তি।
সংসার মানে বৃষ্টি পড়তে পড়তে রোদ
                                  আবার রোদের মধ্যে বৃষ্টি।
সংসার মানে নারীর আঁচলের ছায়া
                            আছে ভালবাসার মায়া।
সংসার মানে হাজারো ফুলের রাশি
                                 সকলের মুখের হাসি
সংসার মানে তোমার কাছে আমার প্রতিশ্রুতি।
    সংসার মানে আমি রমণী
                    সংসার মানে আমি জননী।
সংসার মানে ক্ষমা,শর্য্য
                 অার সীমাহীন ধর্য্য।