সকাল গড়িয়ে দুপুর
            দুপুর গড়িয়ে  বিকাল।
দিনের শেষে ক্লান্ত ছবি
           যেতে চায় না রবি।
মেঘেতে দিন জড়ায়ে থাকে
            নদীর তীর কাপতে থাকে।
গোপন শাখে বিরহী পাখি
              নিজ মনে উঠেছে ডাকি।
আম্রবনে মুকুলে ভরা গন্ধ দেয় তীরে
               বিভৎস্য বকুল খসিয়া পড়ে নীড়ে।
মিলায়ে আসে দিনের আলো
              নামলো নয়নের পড়ে আঁধার কালো।
সবুজ বনের প্রান্ত রেখা
          চোখেতে যায় না দেখা
নিভৃত নির্জন চারি ধার
            কেউ শুনে না কথা আর।
আঁখি  জল ঝরে অনির্বার
            জগতে কেউ যেন নেই আর।
ব্যাকুল বেগে বয়ে যায়
          হ্নদয় থেকে বিজুলি চমকায়
যে মোর এই জীবনে
                 রয়ে গেল মনে
সে  তো আজ এলনা
            আমার সাধের সাজানো বাগানে।