দিনের আলো ফুরিয়ে আজ
শুরু করে  কাল রাত্রি,  
আমায় গেছে রাখতে সেথায়
যেথায় মরা দেহ ভর্তি।।
ছাই করেছে আমার দেহ
কাঠ পোড়া আগুনে ,
দূতে এসে পরানটা নিয়ে
বিচার করবে যমে ।
যতই কঠিন প্রশ্ন করুক
উত্তর দেবো সাদা মনে ,
ফিরিয়ে দিলে আমায় তারা  
বলবো ফিরতে আমি আর চাইনে ।

হাজার আত্মার পাশে থেকে
অপেক্ষা করি বসে ,
ডাকল আমায় নাম টি ধরে
যম বাবু এসে ।।
প্রথম বারে শুধায় মোরে
লাগলো কেমন পৃথিবী ,
উত্তরেতে সেটি ভালো
মানুষ বাদে সবই ।
হুজুর আমায় শাস্তি দিন
কোটি বছর ধরে ,
জন্ম নেব ভাবার আগে
যেন আত্মা টা যায় মরে ।
সেথায় গিয়ে খুশি ছিলাম
মায়ের কোলে থেকে ,
খেলনা গুলি কাঁদেনি কেন
যখন দিলাম তারে  রেখে ।
একটুখানি বড় হতেই
হারিয়ে গেলো সব বায়না,
আবার যদি ফেরান সেথায়
বলবো ফিরতে আমি আর চাইনা ।

একটুখানি বুঝতে শিখেই
বইএর ঝুড়ি চাপিয়ে নিলাম,
সবই ছিল স্বার্থে ভরা
বন্ধু বানিয়ে বুঝলাম ।
বুঝি আমিই ছিলাম সেই
বাসেনি কেউ আমায় ভালো ,
যেথায় আমি বীনা দোষে
শাস্তি নিই মুখটা করে হাসির আলো।
তাইতো আমি নিতে চাই
কোটি বছরের শাস্তি,
ভালবাসতাম যাদের আমি
তারাই পাক স্বস্তি ।
কোকিলের কুহু ডাক চরুইএর বাসা
মনে পড়বে কথা বলা ময়না ,
কষ্ট হাজার হোক তবুও
ফিরতে আমি আর চাইনা ।

আমিই বুঝি সেই ছিলাম
যে ক্ষতি করেছে সবার ,
দয়া করে বলবেন চিত্রবাবু
পাপ করেছি কতবার ।
পাপ যা করেছি আমি
আরও চাপান কাঁধে,
তাদের থেকেও কুড়িয়ে দিন
ভালবাসত আমায় যারা তাদের বাদে ।
মন যেন না ঘোরান মহারাজ
জল দেখে আমার নয়নে ,
সব মায়া ছেড়ে রব
শুধু বলব ফিরতে আমি আর চাইনে...চাইনে ।।