এতই বেশি ভালোবাসি তোকে,
হারাই যে তাই চোখের পলকে।
তুই তো আমায় গেছিস ভুলে ,
তবুও দেব না দোষ তোকে আঙুল তুলে।
যদি সত্যিই তুই আমায় ভুলে থাকিস,
বলব না তোকে সোনা, আমায় মনে করিস।
আমি যখন মাঠে বসে থাকি একা,
কচি ঘাসের সাথে যদি পেতাম তোর দেখা ।
যখন আমি তুলতে যাবো কচি ঘাসের শীষ ,
করব না জোর তোকে যদি পারিস আসিস ।


এতো কাছে থাকতাম তোর সাথে,
ডাকলি তুই ভেবে ঘুম হারালাম রাতে ।
চলে গেলি যখন তুই ছেড়ে একা আমায় ,
বলিস নি কেন দোষটা পেয়েও সময় ।
হারিয়ে দিলি তুই আমায় শেষে,  
বুঝলাম ব্যথা হয়ে এসেছিলি ছদ্মবেশে ।
দোষ না বললেও একটু দিতি আভাস ,
হাজার কথার পর বলতিস ভুলে যাস ।
আমি যাবো সেখানে যেখানে তুই পা দুলিয়ে বসতিস ,
করব না জোর তোকে যদি পারিস আসিস ।।

কারও কানে দুল দেখে তোর কথাই ভাবি,  
চুড়ি – শাড়ির দেশে যাবো তুই কি যাবি ?
কারও মুখের হাসি দেখে তোর কথাই ভাবি,
রাখিস না মনে চলে গেলে , এই কথাটা তো রাখবি ?
কারও চোখে রাগ দেখে তোকেই পরে মনে,  
বলবো তোকে চোখ দুটি তোর রাখিস কিন্তু যত্নে ।
কারও পায়ের নুপুর দেখে তোর কমল পা টাই ভাসে ,
ফিরিয়ে দেওয়া নুপুর দুটি নিয়ে যাস না এসে !
সেখানে গিয়ে ডাকি আবার ভালোবাসি বলতিস ,
করব না জোর তোকে যদি পারিস আসিস ।।


তোর মনে কখনো যদি মেঘ করে,  
সত্যি রে তা যে আমার মনে বৃষ্টি হয়ে ঝরে ।
সেই লাল শাড়ীটি পরবি তুই বলে ,
বায়না করেছিলি মাথা রেখে আমার কোলে।
সত্যিই ছেড়ে গেলি তুই আমায় শেষে ,
দোষটা যদি বলতিস একটু খানি হেসে ।
স্বপ্নে গড়া ঘরটি আমার পরে আছে একলা
পরীর দেশে যাবো আসবি কি তুই সন্ধ্যা বেলা ?  
গান করলে চুপটি করে পাশে এসে বসিস,  
তবুও তো জোর করি না, যদি পারিস আসিস ।
বলবো শুধু হারিয়ে গেলে একটু মনে রাখিস ।।