বৃত্তের ভিতরে  সংকীর্ণতার জগৎ, বৃত্তকে ভেঙে ফেলে
দূরবর্তী শূন্যে মিলিয়ে যায় থালাভর্তি অন্ধকারে, নির্মম
গোঙানি ওঠে  মাথা গোজা শয্যাগৃহে, ভয়ার্ত শ্বাসকষ্টে।

শঙ্খের ভিতরে  সন্তাপী বেদনা, হৃৎপিণ্ড স্তব্ধ পাহারায়
হাঁপিয়ে ওঠে ধোঁয়া জলে সংযত মৃত্যুর, অবকাশ নেই
ছুটে চলা প্রতিদিনের অসহ্য মুক্তির, নিদারুণ তপস্যায়।

ধোঁয়া ওড়ে রৌদ্রের দিনে, হিমালয় গলে যায় শিখরে
বুকে জমে থাকা ধাতুমিশ্র ঘনিমা, পরিশ্রান্ত ফুসফুসে
চির-কালের সঞ্চয়, বয়ে নিয়ে যায়  মৃত্যুর অভিমুখে।