ক্যাস বাবু তার ক্যাসে বসে গুনছে শুধু টাকা,
নিজের বোলে নেইতো কিছু,টাকটা তাহার ফাঁকা।
তুলসি চরণ আরদালি তার সদাই থাকে পাশে
বিলের টাকা চাইলে পরে, দাঁত দেখায়ে হাসে,
তুলসি বলে, “ব্যস্ত বাবু, লয়ে হিসাব জাল,
ইনাম দিলে মিলবে টাকা,নয়তো হবে কাল।”
ক্যাস-বাবুর মেজাজখানি, তারার-সুরে বাঁধা,
চাইলে টাকা আইন দেখায়,লাগায় শুধু ধাঁধা।
দিনের শেষে ,বলেন বাবু-“দেদার কাজের চাপ,
একটু ভুলেই চাকরী যাবে করবে না কেউ মাপ”।
বাড়তি কাজে,বাড়তি ইনাম ফুরফুরে হয় মেজাজটা,
ইনাম ছাড়া বাড়তি কাজে চাপ মনে হয় অনেকটা।
এই দেশেতে এটাই গীতা, বলছে সকল নেতার দল,
      নেতার পায়ে প্রণাম জানাই, যাক্ না দেশটা রসাতল।
লেখক-নিশিকান্ত দাস
তাং-৩০-১১-২০১৩,