‘ছোট্টো সোনা ঘুমাও এখন দেখো না চোখ চেয়ে,
বেগুন খেতের, কাক-তাড়ুয়া আসবে নচেত ধেয়ে।
চোখটে যে তার বেজায় শাদা, মস্ত বড় গোঁফ,
ঐ যে নড়ে বেগুন খেতের, কাঁটা বনের ঝোপ’।
‘‘কাক-তালুয়া যা ফিলেযা, মা লয়েছে কাচে ,
আছলে আমি মালবো যে চল, তুই তো ভীসুন বাচে”।
“কাক-তাড়ুয়া যা ফিরেযা, আমি আছি কাছে,
আসলে খুকু মারবে যে চড়,তুমি ভীষণ বাজে”।
“হাঁ,চলে যা.....না”।
ঘুমের তরীর দোলনা মাঝে ঘুমায় এখন সোনা।


লেখক:-নিশিকান্ত দাস
তাং ০৭.০৬.২০১৭