কালো  মেঘের মাঝে যেন,  সাদা বকের ছানা,
যাচ্ছে কোথায় এই অবেলায়,নাযায় কভু জানা,
আকাশ মাঝে চলছে কেবল মেঘের আসা যাওয়া,
তাল,সুপারীর পাতার ব্যজন মিষ্টি মধুর হাওয়া।
কেউ জানে না কোথায় য়াবে কালো মেঘের দল,
বলতে পারো, নামবে কোথায় হয়ে শীতল জল?
কাজল কালো মেঘ বঁধুয়া প্রেম পিয়াসী বুকে,
যাচ্ছে সেথায়, প্রিয় যেথায় ; আছেন পিয়াস দুখে।
বাদল হয়ে নামবে সেথায় স্নেহের পরশ হাতে নিয়ে,
নীড়ে ভেজা রাতের পেঁচা, নিঝুম চোখে দেখবে চেয়ে।
বলবে তারা, “ সোহাগ বটে !রাখাবো মোরা গভীর মনে,
কালো মেঘের সোহাগ যেন, বাসর ঘরের নূতন কনে”।
কাজল মেঘের এলো চুলে বাতাস করে আপন খেলা,
সিন্ধু জলে জন্ম নিয়েই চড়লো সে যে বাতাস-ভেলা।
চাতক এখন নীরব হল, আকাশ পানে নিথর চেয়ে,
পাখিরা সব ফিরছে নীড়ে ঝড়ের মাতন মথায় নিয়ে।
কালো মেঘের শুভ্র জলে সরস হল ধরার মাটি,
দূর্বা কোমল হরিৎ হল, যেন পেয়ে জিয়ান কাঠি।
কালো মেঘের জীবন কথা শোনার যদি ইচ্ছে থাকে,
যাওনা চলি ভেকের বাসায়, ঝিলের ধারে পূবের বাঁকে।


লেখক:-নিশি কান্ত দাস তাং-২৫-১০-২০১৭