হঠাৎ করে সম্ভাবনাময় এক স্বপ্নের মৃত্যু ঘটে ।
মৃত্যু নয়, একে সমাজ আত্মহত্যা বলে ।
কিন্তু ক্রমশ ঝিমিয়ে যাওয়া একরাশ ইচ্ছে,
আর একদল মানুষের কাছে রাখা প্রতিশ্রুতি,
কবর সমাধি থেকে বের করে নিয়ে আসে,
মৃত স্বপ্নের অশরীরী আত্মা ।


স্বপ্নের তখন স্বাধীনতা কমে,
চারপাশে হাজারো বাস্তবিক স্বপ্নের ভীড়ে,
অশরীরী আত্মা দেহ খোঁজে ।
দেহ পেয়ে ফের উগ্র হয়ে ওঠে,
উন্মাদের মত ছুটে যায় চেহারায়,
অবশেষে ফের মৃত্যুদণ্ড দেয় সমাজ ।


আজকাল বাবা মায়ের ইচ্ছেগুলো এমনি,
সন্তানের ভিতর মৃত স্বপ্ন খোঁজের মতন রোগ ।
আদতে তারা ভুলেই যায় জীবিত দেহে
অশরীরীর প্রবেশে, ক্ষতি জীবিত সন্তানের ।।