একমুঠো রোদ এখন কালবৈশাখির সাতকাহনে,
চেনা অসুবিধাগুলো জমা আছে মৃত্যুর কারনে,
কার সময় আছে জানলা খোলার
আর নিকোটিনের বদলে তোমাকে পাওয়ার ।


তবু আমি তুমি সে তাহারা,
সবার বাড়ির পথে ভীষন পাহারা ।
চুম্বনের বিস্তারিত কামুক অনুসন্ধানে,
ভীষন ব্যস্ত আমরা জোগানের নিশ্চিত বারনে ।

একটু দাঁড়িয়ে যাই আর একটা কবিতা পড়ি,
তোমার ভুলে যাওয়া জলচোখে  দেখি ,
আমি তোমাকে ভালোবাসতাম,
মনে পড়া গভীরতায় উষ্ণ অভ্যর্থনা চাইতাম ।


আমি বুঝতে পারি পৃথিবী,
হাজার বছরের অজানা ইতিহাস নয় ।।
এই এখনকার মুহুর্ত ।
যা হারিয়ে যায় স্বার্থের চাহিদা জোগানে।


আজ সব দৌড় বাহন ছেড়ে
লোভের পাহারা এড়িয়ে,
কামনার বন্ধ দরজায় স্বাধীনতার ঘোষণা,
বিশ্বজুড়ে শান্তির  ঘোষনা ।