মাঝে মাঝে নির্বাসনে যাই,
আমাদের সহবাসের ঘর ছেড়ে জঙ্গলের ভিতর ।


সেখানে গাছের পর গাছ তারপর মাটি
শিকড় কান্ড  আর শামিয়না পাতা , শোক কষ্ট
হতাশার মত জমাট বেঁধে আছে ।


গভীর এই যন্ত্রজীবন এড়িয়ে মাথার উপর
খুঁজে চলি শতভিষা নক্ষত্র,
সে তোমার আমার বহুজন্মের প্রনয়ের সাক্ষী ।
আমাদের সেসব নষ্ট দেহ এখন এই মাটি এই জঙ্গলের কাঠ পাতা পথ, তাই মনে হচ্ছে না নির্বাসনে আছি ।