শিখতে চেয়েছি স্রোতের বিপরীতে অবস্থান,
বুঝেছি অগোছালো ঘর,
কিভাবে সেজে ওঠে হৃদয়ের পরিবর্তনে ।
আমি গোছানো কবিতা পড়ে পড়ে ক্লান্ত,
যন্ত্রণাদগ্ধ এই সমুদ্রতট,
ঈশ্বরের বিশ্বাস আঁকড়ে পরে আছে ।।


হেঁটেই যেতে পারতে, অন্তত অক্টোবর পর্যন্ত,
যেখানে শরীর উৎসব ভাস্কর্য,
রূপান্তরিত করে অশালীন ইতিহাসের বক্তব্য,
মুহূর্তে গর্জে ওঠে এলোমেলো কবিতারা,
স্রোত চায়, পরিস্কার এক স্রোত ।


এসো, স্নান করি, মুখ ডুবিয়ে ভেসে থাকি অনেকক্ষণ,
উটের পিঠে চলেছে নগ্ন যুগল,
স্রোত আবার স্রোতের বিপরীতে অবস্থান গ্রহণ,
অন্তিম দৃশ্যে করতালি বাজছে একভাবে,
মৃত্যু হোক, এই সমস্ত শব্দের মৃত্যু হোক ।।