বহুদিন হয়ে গেলো কোনো কবিতা লিখিনি,
কেমন যেন চুপচাপ সংবেদনহীন মুহূর্তগুলো
কেটে যাচ্ছে অসম্পূর্ণ ইচ্ছের মায়াস্বপ্নে ।
শরীরে শরীরে ঠান্ডা রক্ত জমে যাচ্ছে ভীষন ঠান্ডায়,
আর ঘনশীতে নষ্ট হচ্ছে আঙ্গুল,
অপেক্ষার প্রহরগুনে ঘুমাচ্ছে চোখ,
তীব্র বিষন্নতায় গুমরে যাচ্ছে আবেগহীন একরাশ উজ্বল সম্ভাবনা, তবু তুমি এখনো বিতৃষ্ণার শহরে বসে আছো,
পারমাণবিক আক্রমণের ভয় এড়িয়ে ।।
এই পৃথিবী ক্রমশ অসুস্থ হয়ে উঠছে,
ফুসফুসে অক্সিজেনের অভাব বাড়ছে প্রতিনিয়ত,
মিছিলে মিছিলে ঢেকে গেছে পথঘাট,
আর সাধারন মানুষের প্রত্যাশার আওয়াজে,
বাড়ছে ক্ষোভ, দেশে দেশে গৃহযুদ্ধের প্রহরগুনছে,
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ।