মনে হতে পারে হঠাৎ সেদিন,
শীতের গা বেয়ে একদল বৃষ্টির ফোঁটা,
ভিজতে চাইলে ভেজা যায়,
শুকনো জামাকাপড় নিংড়ে বের করা রং,
গা হাতে পায়ে, মাখতে মাখতে,
কখনো রাত বেড়ে যায় ।


অবাস্তব কিছু নয় , আস্ত পৃথিবী ছাড়া ।
আমি তুমি আর গুচ্ছ গুচ্ছ লাল ফুল,
পরস্পরের কাছে আসা , জড়িয়ে ধরে সম্পর্ক,
ডিভোর্স , খুন, বাথরুমে লালের স্রোত ।
সবকিছু স্বাভাবিক ।
দুনিয়াটা ছাড়া ।।