রাতের সময় এগিয়ে গেছে নিশ্বাস উপত্যকায়,
ওরা এগিয়ে গেছে পরপর গোপনে,
আমরা রাষ্ট্রতন্ত্রের গৃহবন্দি মানুষ,
প্রেম কে আঁকড়ে শুয়েআছি এই যুদ্ধক্ষেত্রে ।
চারিদিক উন্মুক্ত কিন্তু পালানোর পথ নেই,
আমার বুকের উপর গোলাপের পাপড়ি,
বিরাট আশঙ্কার সামনে আমি তুমি দাঁড়িয়ে,
এই একটুকরো রাষ্ট্র জন্য ভুলে যাই,
বিধ্বস্ত পৃথিবীটা আমাদের সৃষ্টি করেছে ।