দাও দাও দাও, দাও হে প্রভু তোমার রহমত,
গোলাম তোমার অবুঝ পাপী, তুলেছি দু’হাত।
আমার পাপে চেয়ে গেছে তোমার আকাশ জমিন,
জানি,তোমার দয়ার মাঝে,এই পাপ তুচ্ছ হীন।
যদি তুমি করো ক্ষমা, নাইকো ক্ষতি বিন্দু তোমার,
যদিহে দাওগো সাজা,নাইতো লাভের কিছুই আর।
নিজ দয়ায় করো ক্ষমা, নাই কেহ তোমার সমান,
তুমি-ই মোদের প্রভু শুধু, ওগো রহিম ও রহমান।
প্রভু তোমার প্রেমে জীবন আমার করো মধুময়,
মরণ কালে যেনো গো মোর ঈমান নসীব হয়।।