গরমে অস্বস্তি, নেই বিদ্যুৎ বায়ু,
শিশু বৃদ্ধ সকলের নিস্তেজ আয়ু।
সহসায় জ্বলছে উঠে ঘর্মাক্ত দেহ,
হাতপাখা হাতে বাতাস করে কেহ।
কেউবা মাটিতে গড়ায় খালি গায়,
কেউবা ঘুরে ফিরে রাস্তায় রাস্তায়।
দুগ্ধ শিশু কেঁদে উঠে করে হাহাকার,
বুড়ো-বুড়ি নাতিকে ডাকে বারবার।
পালা করে বাতাস করে স্ত্রী-স্বামী,
তর্ক উঠে আগে তুমি পরে আমি।
হাতপাখা ঘুরাতেযে অসাড় হাতটা,
দীর্ঘক্ষণ চলাতে শেষ,চায়না চার্জটা।
কেউ করে আরাধনা প্রভুর কাছে,
কেউ গালি দেয় বিদ্যুতে যে আছে।