পারিশ্রমিক নির্ধারণ করেই,করিও কাজ,
আগে বল হাজার কথা,পরে ভেঙ্গনা লাজ।
সময় মতো,খুশি মনে পাওনা দিয়ে দাও,
অপারগতা সৃষ্টি হলেই সময় চেয়ে নাও।
বেনামাজির সাথে লেনদেন করোনাক বাকী,
তুমিতো সৃষ্টি, স্রষ্টাকেই সে দিয়ে যায় ফাঁকি।
কর্জ যত প্রদান করার,তৎপরতা যেন জাগে,
ব্যর্থতায় সময় চাহ, শত বিনয় অনুরাগে।
সময় আসার পূর্বেই করো  আত্মসমর্পণ,
যে তোমায় অর্থ দিলো,সময় দিবে সেজন।
লেনদেনে হেলা-খেলা ছাড়ো দুষ্টামি যতো,
পরিচিতের সাথে করো অপরিচিতের মতো।
লেনদেন করোনা কভু আবেগ-ভালবাসায়,
সার্থক লেনদেন,সাক্ষী-সম্মতি,লিখে রাখায়।।