শোন হে প্রিয়তমা, শোন দিয়া মন,
প্রভুর ইবাদাত,পরে সংসার সঞ্চালন।
তুমি তোমার মতোই,করো সকল কর্ম,
দিওনা অন্যর দোহাই,অন্যায় কোন ধর্ম।
ভাবো তুমি রাণী,এই সংসার মাঝে,
রাজত্ব করে যাও,আপন কর্ম-কাজে।
কান কথা শোননা,বলোনা কানে কানে,
কান কথা সংসারে, যত অশান্তি আনে।
ভাবো মানুষ ভুল,কভু ভুলের ঊর্ধে নয়,
ভুল স্বীকার,ক্ষমা করে,করো স্বর্গ জয়।
হিংসা-ঘৃণা-অহংকারে ভরোনা'ক মন,
প্রেম-প্রীতি-ভালবাসায় গড়ো শুদ্ধ জীবন।  
পাইলে শোকরগুজার,নয়তোবা সবর,
শোকর-সবর দুই’ই ইবাদাত বরাবর।
ক্রোধ করো সংযত,রেখনা মিথ্যে ভয়,
ধৈর্য মাঝেই ঘটে,শয়তানের পরাজয়।
ভোগ বিলাসে বাড়েনা কভু মান-সম্মান,
ত্যাগের মাঝেই জয়,নিশ্চিত দো’জাহান।।