চারদিকে পরাধীনতা, স্বাধীনতা আজ বিকল,
মনুষ্যত্ব দাসত্বের জিঞ্জিরে বেঁধেছে দানব দল।
স্বাধীনতা আজ পিপাসার্ত-ক্ষুধার্ত-শক্তিহীন,
দানবের দেনায় নিপীড়নের আকাশসম ঋণ।
আজ সে করুণা যাচে নওজোয়ানের পায়ে,
দেখো তাঁর মাতম রোল,আঘাতের চিহ্ন গায়ে।
কোন সে অসুর অপশক্তি,স্বাধীনতা করিছে গ্রাস,
আমরাতো হীন জাতি নই,রক্তই মোদের ইতিহাস।
দাও মা, যেতে দাও, ভুলে যাও যত মায়া-টান,
আবার হাতে তুলে নেবো,রাইফেল মেশিনগান।
জীবন ঝরালেই জীবন দেখে স্বাধীনতার মুখ,
রক্ত না ঝরালে সৃষ্টি হয়না  স্বাধীনতার সুখ।
রক্ত নদীতে আনবো জোয়ার, বিলিয়ে দেবো প্রান,
ছিনিয়ে আনবো স্বাধীনতা, আমরা নওজোয়ান।।