আজি ধূলার ধরায়, দিল ধরা, স্বর্গের দূত,
এলো বাণী,কষ্টের গ্লানি, মুছবে যত খুঁৎ ।
মোর জীর্ণ কুটির,স্বপ্নের নীড়,স্বপ্ন নহে আর,
এই না ভবে, অর্জিতে হবে, দিয়ে যত অধিকার।
হৃদে হাহাকার,কাটিল আঁধার, ফুটিল প্রজ্জ্বলিত নূর,
আমোদ প্রমোদ,নরক প্রতিরোধ, বাজে স্বর্গের সুর।


ব্যথা যত ভুলে,অন্তর আত্মা খুলে,গাহি স্রষ্টার গান,        
   গর্বিত বুক, পালায় নিন্দুক, ধন্য মন-প্রাণ।  
দুষ্প্রাপ্য দর্শন,স্বর্গের আসন,আজ লুটালো চর্ম পায়,
প্রভুর প্রেম-ধন,করিলো প্রেরণ,আমারি তনয়ায়।।