বন্ধুর পথে এসো সবে করি আয়োজন,
সংকটে আজ আছে অতি প্রিয়জন।
ডিঙাতে হবে সেথা বহু মরু তেপান্তর,
বুকে জমেছে যে স্বজন হারানোর পাথর।
আমাদের যাত্রা হোক সেই পানে,
শত শত ধিক্কার জমেছে যেখানে।
বিবেকের বন্ধকে চারিদিকে হাহাকার,
মানবতা জেগে উঠুক উন্নত শির সবার।
কলমের খোঁচা লাগুক জঙ্গী বুকে,
ভোঁতা হোক বন্ধুক তালিবান সুখে।
স্রষ্টার দৃষ্টি রয়েছে সেথা দিগন্ত পারে,
প্রাণ প্রিয় বন্ধুর আর্তনাদ চিৎকারে।
নারী হেথা মহিয়সী আমাদের মাতা,
সম্ভ্রম লাজ মুখে এনেছে বিধাতা।
যেজন হরে তা কোনো ক্ষমা নাই
সন্তান মোরা একসাথে করবো লড়াই।।