ভাদ্র মাসের শেষে কেমন আশ্বিন মুচকি হাসে,
শরৎে আজ মেঘমল্লার পেঁজা তুলা ভাসে।
তরুদল সব সারি সারি কি যৌবন শোভা,
বাঙলায় তব ঋতুরঙ্গ বিচিত্র সব আভা।
জোৎস্নালোকে জোনাকি ঘরে ঝিকিমিকি বন্যা,
ঊষাকালে শিউলি শোভে গৃহ অঙ্গন শয্যা।
আসছে উমা মর্তলোকে সঙ্গে সবাই সাজে,
কাশবনে আজ হাওয়ার মাতন শঙ্খ ধ্বনি বাজে।
খুশির হাওয়া বইছে হেথা নেইতো অপরাপর,
এসো সবে বিভেদ ভুলি বাঙলার এপার ওপার।