পূর্নিমাকাশে ঐ বাঁকা চাঁদ,
জ্যোৎস্নালোকিত এই ধরনীর ছাদ।
রাত বুঝি দিন হয় পাতার ফাঁকে,
স্বপ্নের ফেরিওয়ালা একাই হাঁটে।
ভাদ্দুরে ঘোলাটে আকাশ ম্যাটিং বাতাস ,
সভ্যরাও বুনো হলে সোহাগীর নেই হা হুতাশ।
আগামীর বিচরন দূর আলোকে,
মিটিমিটি হাসে সব তারাদের দেশে।
ক্রমে বুঝি খসে গিয়ে হয় উল্কাপাত,
ভালো তাতে পৃথিবীর নেই কোনও ঘাত।
প্রতি ঘাতে ঠেলাঠেলি কৃষ্ণগহ্বর,
সব রং শুষে মহাবিশ্বের দ্বিপ্রহর।
আরও দূরে স্বপ্ন গ্যালাক্সি দেশে,
হাবোলের দৃষ্টি হয় দ্রুত ফ্যাকাশে।
তারপর আছে বেশ কিছু অজানা,
কল্পনায় এলেও নেই সীমানা।
এগিয়ে গিয়ে দেখে মন শূণ্য শূণ্য শূণ্য,
এই বুঝি সসীমের অসীমতা পূর্ণ।
বিজ্ঞান হার মানে তাই এই মানব লোকে,
কল্পবিজ্ঞান ছড়ায় রুপ এই ভূ-লোকে।।