তোমার সাথে হঠাৎ দেখা, গগন পারে নদীর দেশে
কেন তুমি হারিয়ে গেলে দিন পেরিয়ে রাতের শেষে,
চেয়েছিলাম কি তোমার শরীর?
জানি,তুমি দেখতে পাবে না আমার নয়নে অশ্রু-নীর;
ভিড়ের মাঝে তাকিয়ে দেখি(নির্দিষ্ট করে) তুমিই এলে
ভোর যখন ঢুকবে বলে, কেমন করে মিলিয়ে গেলে?
তবে কি আমি স্বপ্ন দেখি দিবারাত্রি তোমায় নিয়ে;
না কি তুমি লুকিয়ে আছো খুঁজি আমি হন্যে হয়ে?
যখন তোমার শরীর ছুঁলো হাল্কা ভাবে
তখন ভাবি সত্যি, তুমিই হবে!
ভোরের আলো যখন আমার চোখের কোনে
তখন তুমি চলে গেলে কোন কাননে?
যৌবনে আমি তোমায় ভাবি, তুমি শুধুই আমার ছিলে
রাঙিয়ে দিতাম তোমার প্রিয় নীল -এ
আকাশ-বাতাস সাক্ষী রেখে, আশা করি ভালো রবে;
এখন শুধুই ভাবি, তোমার ওই সমাধি কবে আমার হবে..!