হারিয়ে গেছে জীবন থেকে সোঁদা মাটির
গন্ধ;
হারিয়ে গেছে হাসি খেলা আর সকল গান-এর ছন্দ.


হারিয়ে গেছে হৃদয় থেকে সকল সরলতা,
ভিড় করেছে নিজের অজান্তে নিদারুন জটিলতা ।


হারিয়ে গেছে দিনের শেষে নিশ্চিন্তির ঘুম,
অশ্রু ঝরে, রাত বয়ে যায় - চারিদিক নিঝুম.


হারিয়ে গেছে আত্মীয় আর বন্ধুদের মেলা ,
গোলক  ধাঁধায় হারিয়ে গিয়ে জীবনটা আজ পাশা খেলা।


হারিয়ে গেছে জীবন থেকে আনন্দ আর হাসি;
সততা উদারতা আজ বিপন্ন , পুরনো আর বাসি।


হারিয়ে গেছে পুজোর জামায় নতুন গন্ধ খোঁজা,
হারিয়ে গেছে সব উপলব্ধি, রয়েছে শুধুই ভুল বোঝা।


হারিয়ে গেছে পেন জমিয়ে দেওয়া বন্ধু দের টেক্কা
হারিয়ে গেছে লুকোচুরি আর খেলা এক্কা দোক্কা।


হারিয়ে গেছে দশ পয়সায় আচার কিনে খাওয়া
হারিয়ে গেছে গলা ছেড়ে খুশি-তে গান গাওয়া ।


হারিয়ে গেছে রূপকথায় ভেসে স্বপ্নের দেশে গিয়ে;
বাস্তবের মাটিতে ফিরে আসা রঙিন স্বপ্ন নিয়ে ।


হারিয়ে গেছে ছড়া বানানো , কচু পাতায় মাছ ধরা,
কাটা ঘুরি ধরতে গিয়ে  - গাছে আর পাঁচিলে চড়া ।


হারিয়ে গেছে ফড়িং ধরা, ভোরবেলা ফুল তোলা
সকল নেই দুপুর নেই - টগর গাছে দোলা।


হারিয়ে গেছে বন্ধুদের সাথে খুনসুঁটি আর মারামারি,
অতি তুচ্ছ কারণেই আজ চিরতরে ছারাছাড়ি।


হারিয়ে গেছে বর্ষা কালে মজায় জলে নাচা;
সত্যি সত্যিই হারিয়ে গেছে সত্যিকারের বাঁচা ।


হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু ছিল দামী,
সব হারিয়ে নির্ধন, রিক্ত আজ আমি।


©নিবেদিতা দও