কত ক্ষুদ্র এ-জীবন, কত স্বল্প পথ চলা;
কত কিছু চাই বলতে, কিন্তু কিছুই হল না বলা।
কত তুচ্ছ এ-মন, কত তুচ্ছাতিতুচ্ছ অনুভূতি ,
কত মিথ্যে আস্বাস আর কত মিথ্যে প্রতিশ্রুতি
কত অন্তহীন স্বপ্ন দেখা ঐ অসীম পানে চেয়ে
কত মিথ্যে স্বান্তনা জীবনমুখি গান গেয়ে ।
কত বিফলতাকে সঙ্গী করে কত দুঃখের পথ চলা
কত হৃদয় ভাঙার পর-ও “আমি ভাল আছি” বলা।
কত দিন রাত কত বছর কত অন্যায় সয়ে,
জীবন চলছেনা আর, তবু জীবনতরী যাচিছ বয়ে।
কত নিকশ কালো রাত, কত অভিশপ্ত নিশা  
ঘোষণা করেছে সমাপ্তি হারিয়েছি দিশা।
কত আগুনরঙা রোদ ঝলসে দিয়েছে আঁখি,
তবু মন বলে অনেক পথ চলা যে বাকি।
যত স্বল্পই হোক এ-জীবন সহজে হয়না শেষ,
আমি যে আজ পরিশ্রান্ত, চাই চির-শান্তির দেশ।
কতদূর? আর কতদূর? আর কত পথ বাকি চলার?
কত অভিযোগ, কত অনুযোগ, কত কি আছে বলার।
কত কন্টকময় পথ আমায় এখোনো দিতে হবে পারি?
আর কত কি সহ্য করলে জীবন যাবে মোরে ছাড়ি?
কত দুর্গম, কত দুর্যয, কত দুর্নিবার রথ?
অতিক্রম করলে সমাপ্ত হবে এ অন্ত-বিহীন পথ...

©নিবেদিতা দও