রোজার শেষে ঈদ এসেছে আনন্দেরই তরে
যাচ্ছে বয়ে খুশির জোয়ার প্রতি ঘরে ঘরে।


ঈদগাহেতে নামায শেষে করলে কোলাকুলি
মানবতার বন্ধ দুয়ারগুলো সহসা যায় খুলি।  


বিধাতার দেয়া অঢেল সুখে ঢেউ তুলেছে হাওয়া
ধনী-গরীব একাকার হয়ে বন্ধনে মিশে যাওয়া।


ছোট-বড় আর উঁচু-নিচুর ভেদাভেদ সব ভুলে
আপন হয়ে যায় সকলে শুভ কামনারই ফুলে।


সবার কন্ঠে সাম্যের গান, আজকে খুশির ঈদ,
অসহায়, গরীব, নিঃস্বজনে বিলাও রে মফিদ।


স্বার্থপরতা, ভোগ-বিলাসিতা শেষ হোক এই ক্ষণে
অপরের তরে ত্যাগের মহিমা জাগুক সবার মনে।  


সত্যের আলো ছড়াক আজি, সুন্দর হোক ধরা,
আহা কি আনন্দে মাতে সবাই! ঈদের পরম্পরা।