দুঃখের মাঝেই বসত আমার
দুঃখের মাঝেই ঘর,
দুঃখটাকে কেমন করে
করি বলো পর?
দুঃখ আমার বড়ই আপন,
হিমেল হাওয়া, শীতের কাঁপন,
দুঃখে আমার নিদ্রা যাপন,
দুঃখে আমার সকল স্বপন,
দুঃখ আমার নিঃশ্বাসে আজ,
দুঃখে আমার বাঁচা,
দুঃখটাকেই সঙ্গী ভাবি,
দুঃখ আমার খাঁচা।
এপার ওপার যে পারে যাই,
দুঃখ ছাড়া আর কিছু নাই,
দুঃখ আমার ছোট তরী,
দুঃখ জলের ঢেউ,
দুঃখ ছাড়া আমায় যে আর
বুঝে না তো কেউ।
দুঃখ আমার পায়ের শিকল,
নূপুর রিনিঝিনি,
দুঃখ আমি মজুদ করি,
দুঃখ আমি কিনি।
দুঃখ যত আছে সবার
আমার কাছে দাও,
সুখ বলে যা আছে ভবে
তোমার করে নাও।
দুঃখ আমার ভালোবাসা,
সুখের সাথে আড়ি,
দুঃখ নিয়েই যাবো আমি
মানব ভুবন ছাড়ি।