কোথায় আছিস তোরা সবাই? আয়রে সবে ছুটে
উঁচিয়ে মাথা দেখরে তোরা ঈদের চাঁদ গেছে উঠে।
বাঁকা চাঁদের মিষ্টি হাসি যাচ্ছে ছুঁয়ে প্রাণগুলো,  
সপ্ত আকাশ ছাড়িয়ে যায় মুক্ত হাসির ঘ্রাণগুলো।  
হাত ভরে নে মেহেদিতে, পা ভরে দে আলতাতে,
মন্ডা-মিষ্টি ভরা পেটে, ঝালিয়ে দে জিভ চালতাতে।    
গানের তালে নাচরে সবাই, ভোজনরসে আমোদ কর,
ঐ আকাশে চাঁদ উঠেছে, তাই তো সবার খুশির জ্বর।
নতুন জামা, নতুন সাজে সাজবো সবাই কালকে তাই,  
আজকে রাতে লুকিয়ে কোথাও সেই জামাকে রাখা চাই।  
এঘর ওঘর ছুটে ছুটে দেখরে সবাই রাঁধছে কী,
সুযোগ পেলে মুখে চেখে দেখতে কেউ বাঁধছে কি?
কার কাছে সেলামী কতো হিসাবখানা কর তো তার,  
নতুন নোটের কচকচানি দেখবো হলে রাত্রি পার।
বাজার ঘুরে শেষ কেনাটা চল না সবাই সেড়ে নেই,
ঈদের চাঁদের এমন খুশি বাঁধ মানে না কিছুতেই।  
আয়রে শিশু, কিশোর, তরুণ, আয়রে সবাই ছুটে,
রোজার শেষে শাওয়ালের চাঁদ দেখরে গেছে উঠে।