বাংলার বুকে ফের এসেছে হাজার রঙের বৈশাখ,
আছে যতোখানি দুঃখ-গ্লানি ধুয়ে যাক, সব মুছে যাক।
যতো ভেদাভেদ, হিংসে বিভেদ, দূর হোক সব আজি,
আছে যতো জরা সুখ নাশ করা আর যতো ধোঁকাবাজী
সব দূর হোক, পড়ুক আলোক ফুটিয়ে মুখে হাসি,
সব মুখ আজ রাঙ্গুক সাজে, সুখ বানে যাক ভাসি।
নব উদ্যমে এই ধরাধামে বৃষ্টিটা হোক সুখের,
শেষবারের মতো পতন ঘটুক মানবকুলে দুঃখের।
নয় হানাহানি, নয় রাহাজানি, আর নয় আহাজারি,
যতো দুরাশা, সব হতাশা যাক এ ভুবন ছাড়ি।
মানুষ-মানুষে হর্ষেতে হোক ভ্রাতৃ বাঁধন সন্ধি,
দূর হোক যতো ভুল বোঝাবুঝি, শৃংখলে হোক বন্দী।
হোক মুসলিম, হিন্দুই হোক, বৌদ্ধ কিম্বা খ্রিস্টান,
মিলেমিশে সবে একাকার হোক, ঐক্যে থাক সব প্রাণ।
অভাব বিনাশে প্রতি ঘরে ঘরে শস্যে ভরুক গোলা,
সুখের হাওয়া ঢুকুক ঘরে, হোক বাতায়ন খোলা।
গগন জুড়ে উড়ুক পাখি কণ্ঠেতে গান ধরে,
নতুন সাজে সাজুক ধরা রঙিন বসন পরে।
মিষ্টি হাওয়া যাক বয়ে যাক নতুন ফলের ঘ্রাণে,
নতুন আশা দিকতো দোলা সব মানুষের প্রাণে।
হাতে হাত রেখে হোক পথ চলা সবাই সবার তরে,
সবাই সবার আজ যা আছে নিক তা আপন করে।
নেই প্রশ্ন শ্রেণী ভেদাভেদের, প্রশ্নও নেই পেশায়,
সব টুটে হোক এগিয়ে যাওয়া মানবতার নেশায়।
সবুজ বঙ্গে রঙের মেলায় ফের এলো রে বৈশাখ,
আছে যতোখানি দুঃখ-গ্লানি মুছে যাক, সব ঘুচে যাক।