হে মানবতা, সঞ্চারিত কোন ক্ষয়ে তুমি হলে কাঁড়াদাস?
কোন কুৎসিত সংসর্গে কর্তব্য ফেলে দূরে করো বসবাস?  
কোন কুহকের জালে আটকা পড়ে হয়েছো আত্মসাৎকরণ
যেখানে বিবিক্ত অবসাদ তোমার বিবেককে করেছে হরণ?
উদীপ্ত উত্তাল সততার তাড়না আর দেয় না তোমায় নাড়া?
বিপর্যস্ত নিপীড়িত মানবকুল ডাকে তোমায়, দেবে না সাড়া?
উতপ্ত প্রতিবাদী বোধের আগুন ছেড়ে কাঁপছো বুঝি শীতে?
ভুলে গেছো নাকি সব জাগরণের গান উদোর হিম গীতে?  
বলো কবে শেষ হবে তোমার দীর্ঘকালীন শীতনিদ্রা যাপন    
নীরবতাকে ছুঁড়ে ফেলে উত্তলতাকে ফের করবে আপন?    
দাউ দাউ করে জ্বালবে তোমার বিধ্বংসী অগ্নিশিখা দিনরাত,  
জ্বালবে লুটেরাদের প্রাসাদ, পুড়িয়ে দেবে সব কালো হাত।