অভিমানী মন
নাচে না এখন
দেয় না আবেগে দোলা,
আপনার ঘর
করে দেয় পর
করে দেয় স্মৃতি ভোলা।
ভালোবাসাবাসি
যেন ফুল বাসি,
ঝরে পড়ে গেছে কবে!
বেদনার ভার
আমি ছাড়া কার?
কে আর সঙ্গী হবে!
প্রতিক্ষণে ভাবি
নিরাশার চাবি
দুয়ারে দিয়েছে তালা।
আমারই ঘরে
যেন বাঁধা পড়ে  
এ পৃথিবীর সব জ্বালা।
হারিয়েছে মূল্য
যা ছিল অতুল্য,
ঘরে পড়ে থাকি একা।
দুর্ভাগ্যের রোষে
জানিনা কী দোষে
এ জীবনে গ্লানি লেখা।
কেনইবা এমন
হলো এ জীবন?
জ্বালা দেয় সব বাঁক।
জীবনের শেষে
যাবো শব বেশে
যদি আসে শেষ ডাক।