এ কি জন্ম নিলে গো মেয়ে!
বাপের ঘরেই একঘরে তুমি
দেখে না কেউ চেয়ে।
টলটলে মুখখানা তোমার,
ভাসাভাসা দুটি চোখে,
নজর পড়ে না কারো?
এড়িয়ে চলে লোকে!
ভরাট গলায় তুমি
একলাই বাধো সুর,
সে সুর শোনে না কেউ!
দাগ ফেলা মুখশ্রী দেখে
সবাই করে 'দূর! দূর!',
যে স্বপ্ন দেখেছো তুমি
সব ভেঙ্গে খান খান!
উঠতে বসতেই তুমি
সয়ে যাও অপমান!
কালো চামড়ায় তোমার
সৌন্দর্য পড়েছে ঢাকা,
কালো বরণ অভিশাপ হয়ে
প্রাপ্তির ঝুড়ি রেখে দেয় ফাঁকা।
কালো বলে কতো খোঁটাই শুনো
পুড়ে তোমায় করছে ছাই,
সুযোগ পেলে অনেকেই খাবে
কালো বরণ শরীরটাই।
যারা মানুষ হিসেবে গুনলো না তোমায়
দেখলো শুধু তোমার শরীরের কালো,  
তাদের কালো মনের চিন্তা-ভাবনার চেয়ে
তোমার কালো চামড়াই যে অনেক ভালো।