ব্যক্তির একক ভাব-ভাবনার থাক না যতো মান
তবুও কি সাহিত্য হয় কভু তার একক প্রতিষ্ঠান?  
সাহিত্য গড়ে মুক্ত-রাজ্য যা সমগ্র জাতির জন্য,
জাতির আভ্যন্তরীণ প্রতিচ্ছবি হতে পেরেই ধন্য।
কারোও একক বোধের ঘরে সাহিত্য যে রয় না,
ব্যক্তি বিশেষের ভাবনায় বেঁধে সাহিত্যও হয় না।
জাতিয় চরিত্র, ধর্মতত্ব, সংস্কৃতি, মান, উপমান,
সামগ্রিক বোধ, ভাবনাই সাহিত্যের মূল উপাদান।
সাহিত্য যে জাতিয় সম্পদ, সমগ্র জাতির আয়না,
ব্যক্তির ভাবে বদ্ধ থেকে সে সংকীর্ণ হতে চায় না।