সত্যই প্রকৃতি, সত্যই সুন্দর, সত্যই আলো
মিথ্যে অসুন্দর, নিকৃষ্টতম, কলঙ্কিত কালো।
সত্য সর্বময় ঈশ্বর, আল্লা্হ, খোদা, ভগবান
সত্যবাদী শ্রদ্ধেয় সম্মানিত জন অতি মহান।
স্বর্গ জ্যোতি ছড়িয়ে পড়ে সত্যাকাশের বুকে
নিমিষেই করে দুঃখ বিলীন সত্যবাদীর সুখে।
সত্য সাধনা তপস্যাসম, যেজন সত্যব্রতচারী
পূর্ণ আলোয় হয়েছে সে জন সত্যের কান্ডারী।
এ জগতে যা কিছু মহান, শ্রেষ্ঠ, নিষ্কলুষ পাই
সকলের মূলে শুধুই সত্য, আর কিছু যে নাই।