জানে না যে জন অজ্ঞ সে জন, তাতে লজ্জা থাকে কিছু
শপ্ত সে লোক ধায় না আলোক, ছোটে না জ্ঞানের পিছু।
জ্ঞানহীন মন জীবিত মরণ, কোন প্রকৃত শক্তি নেই তার
মূল্যহীন হয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে, খুঁজে পায় না গুণ অবতার।
জীবনে যে অজ্ঞ রয়েছে তার না জন্মানোই ছিলো ভালো
অজ্ঞতার মূল ছড়ায় যে শূল তা হানা দিয়ে করে কালো।
অজ্ঞজনের সাথে চলো তফাতে, অন্যথা জীবন হয় তিতো
অজ্ঞতার শোকে না মরেও লোকে যেনো কবরেই সমাহিত।
জ্ঞান আহরণে প্রতি জনে জনে জাগুক সব মুক্তবুদ্ধি বীর
এ দেশের তরে জ্ঞান-মান ধরে ভরুক আসন কান্ডারীর।