সুশিক্ষার অনির্বাণ শিখায় আলোকিত হয়ে অশিষ্ট
ক্রমাগত হয়ে ওঠেছে মানুষ এক বিনয়ী ভদ্র শিষ্ট।
শিক্ষা আলোর এমনই ধারা রুখতে পারে না কেউ
অজ্ঞতার দুইকুল বিনাশে সে যে নিত্য ছড়ায় ঢেউ।
শিক্ষিত যে জন মার্জিত নয়, পারে নি বিনয়ী হতে
সুশিক্ষার আলো ছোঁয় নি তাকে ভরেছে শুধু ক্ষতে।
সুশিক্ষা শেখায় সুবচন, সদাচরণ, শালীনতা স্বভাব
সুশিক্ষার আলোয় বঞ্চিতজনের মানবগুণের অভাব।
বিনয়, শিষ্টতা, সদগুণ ভুলে যে পাষন্ড হতে পারে
শত সনদের মালিক হলেও মানুষ বলো না তারে।