কোন্ সে মানুষ অনড় পাথর স্থির পড়ে রবে
জড়তায় সে হাজার বছর কাটিয়ে দেয় ভবে?
কোন্ সে মানুষ সারা জীবন বাস করছে সুখে
কভু যারে দেয় না আঁচড় কষ্ট, বেদন, দুঃখে?  
কোন্ সে মানুষ প্রাসাদ মাঝে সর্বসময় থাকে  
মুক্ত আকাশ বা কুঁড়ে ঘর পায় নি কভু তাকে?  
কোন্ সে মানুষ সুস্থ্য দেহেই কাটিয়ে সর্বকাল  
এ জীবনের পথ পাড়ি দেয় তুলে আয়ুর পাল।  
কোন্ সে মানুষ জীবদ্দশায় থাকে মহান রাজা  
একটিবারও রয় নি গরীব, রয় নি হয়ে প্রজা?  
এমন কোনো মানুষই নেই এই মানবের ভিড়ে  
সারাজীবন বাস করে যায় সুখের পাহাড় ঘিরে।
মানবজীবন মানেই যে এক দুঃখ সুখের খেলা
একবেলা যার উত্থানে যায়, পতন অন্য বেলা।