খাদ্য ভোগে নির্যাস যা মেলে শারীরিক হিতে ক্ষয়
শ্রম বিনিময়ে প্রাপ্ত অর্থের ভোগে অর্থেরই অপচয়।  
আহরিত সকল ধনসম্পদে গড়া পাহাড় ধীরে ধীরে  
অপচয় ঝড়ে ক্ষয়ে যাবে, পাবে না তো আর ফিরে।
বিলাসবহুল প্রাসাদ তোমার ভোগে ভোগে যে সারা      
ক্ষয়িষ্ণু ইট, পাথর, কংক্রিট রুখে কোন সময় দ্বারা।  
বাণী আসমানী, 'ও হে অজ্ঞানী, ভোগের পণ্য জেনে  
খাদ্য, পানীয়, ধনসম্পদ জমাস তব প্রাসাদে এনে!
ভোগই যদি করবি তো বিদ্যা, জ্ঞানই সুভোগ্য জান,  
আহরিত বিদ্যায় সর্বদা পাবি সুখ, যশ, মহাকল্যাণ।