ঈর্ষা বোধে মরেছে সে জন যে জন নিজেই ব্যর্থ;
দ্বিধার অনলে সেই পুড়ে যে সবখানে খুঁজে দ্ব্যর্থ।
যার মস্তকে স্থূল বুদ্ধি সেই তো পায় না সমাধান;
প্রতিভাহীন চায় প্রতিক্ষণে প্রতিভাবানের অপমান।  
বুদ্ধিবিহীন আর নির্বোধে কভু দেখায় না কৃতজ্ঞতা;
গোঁফে খেজুরে পায় না কভু কর্ম, শ্রমের যথার্থতা।
সত্য সাধনায় নেই যার মন সে তপস্যাতে বিমুখ,
সত্য পথে চলতে বললে দেখায় সে তার কী মুখ!  
অকর্মার ঢাক বাজে বেশি, শূন্য সে কলস শব্দময়
পরিশ্রমীর খুঁত ধরে ধরে ব্যস্ত কাটাতে সব সময়।
মানবসমাজের প্রতি পদে পদে এমন লোকই ঢের    
নিজকে কভু প্রত্যক্ষ না করে খোঁজে দোষ অন্যের।