রোজকার মতো এক পথে চলে পাও কি কোনো স্বাদ?
হাঁটলে না আর কভু অন্য পথে, রেখে দিলে তারে বাদ।  
বুঝবে কীভাবে কোন পথ ভালো, কোন পথটা যে মন্দ
এক পথ ধরে ফেললে দু'চোখ, অন্য পথে চাওয়া বন্ধ?
আছে যতো পথ হাঁটো সে পথ ধরে দেখবে কতো দৃশ্য
জীবন পথের বোদ্ধাটি হবে, রবে না তো আর অবিমৃশ্য।
ধরণীর বুকে পথ সমতল পাবে, আঁকা-বাঁকা, উঁচু-নিচু  
সেই সকল পথে হাঁটলো না যে বুঝলো না বৈচিত্র কিছু।    
একই পথে চলা একঘেয়ে হলে আসে না জীবনে ছন্দ;    
ভিন্ন সব পথের আস্বাদন পেলে তাতেই প্রকৃত আনন্দ।