কুয়াশায় ঢাকা মোহনীয় রূপ শুধুই হয় উল্টো বোঝা,  
রাত্রির কোলে ঘুমন্ত চোখে যায় না কভু দীপ্তি খোঁজা।  
পর্বত গিরির চূড়ায় বসে যায় না দেখা ঝরনার ধারা,    
চার দেয়ালে আবদ্ধ দেহে দেয় না কিছু অন্তরে নাড়া।
হতাশার পদে পিষ্ট ইচ্ছেরা উড়ে না কভু গগন পানে,    
হৃদয়ে বাহিত বিষাদ সিন্ধু কেবলই ঘোর দুঃখ আনে।  
গম্ভীর বোধে অবনত ভূতি পায় না যে কভু দৃঢ়তাকে,
ভাগ্য দূষণে আহত মনে পড়ে যাবে তুমি তীব্র বাঁকে।
অনাবিল সুখ চাও যদি তবে বদ্ধ মনরে উন্মুক্ত করো,
হতাশ নিরাশ বোধ ছুঁড়ে ফেলে হস্তযুগল মেলে ধরো।  
সন্তুষ্ট মনে স্বর্গ মেলে, মৃত মন যেনো নরকের সড়ক;  
মন যে সকল সুখের কেন্দ্র, মন মাঝেতেই স্বর্গ নরক।